২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:১৮

‘রাত আর কবরে থাকা মানুষের ভোট বন্ধ করতেই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি’

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘রাত আর কবরে থাকা মানুষের ভোট বন্ধ করতেই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি’

বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, রাতের ভোট আর কবরে থাকা মানুষের ভোট বন্ধ করতেই বিএনপি শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি দিয়েছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে জনমত গড়ে ওঠায় সরকার ভুত দেখার মতো ভয় পেয়েছে। তাই তারা জোরে কথা বলে। 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত গণজমায়েত ও পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণজমায়েতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

গণজমায়েত শেষে জয়নাল আবেদীন ফারুক ও অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি শুরু করা হয়। পদযাত্রা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

প্রধান অতিথির বক্তৃতায় জয়নাল আবেদীন ফারুক আরও বলেন, সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। তিনি বলেন, এ রাষ্ট্র জনগণের। তাই জনগণের দাবি মেনে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। 

তিনি বলেন, এই নির্বাচন কমিশনও আমরা মানি না। বিএনপি জেগেছে। দেশের মানুষকে সাথে নিয়ে পদত্যাগে বাধ্য করা হবে আপনাদের। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর