২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৩৬

মাগুরায় মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

মাগুরায় মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

শহরতলীর নিজনান্দুয়ালী গোরস্থান এলাকার নবগঙ্গা নদী থেকে চিন্থিত মাদক ব্যবসায়ী বাবলু মোল্ল্যা (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাবলু মোল্যা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে নিজনান্দুয়ালী নবগঙ্গা নদীতে একটি নৌকার উপর বাবলু মোল্ল্যাসহ কয়েকজন তাস খেলার সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হলে ব্যক্তিরা বাবলু মোল্যাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর আজ সোমবার সকালে বাবলু মোল্যার মরদেহ পানিতে ভেসে উঠে। স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে তার স্ত্রী থানায় একটি মামলা করেছে।
                                                                                
বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর