কক্সবাজারের উখিয়া থানাধীন কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ জাহিদ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে উখিয়া থানাধীন উখিয়া কলেজ গেইটের বিপরীত পাশে মেসার্স নূরুল আলম এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীর সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে সর্বমোট ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া সুলতান আহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২২) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বেশি দামে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।
পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।বিডিপ্রতিদিন/কবিরুল