২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৪৩

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ সমাবেশ

নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক বাম জোট গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মৃণাল কান্তি বর্মন প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর