কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে আরসা’র দুই সদস্যকে আটক করেছে। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন-উখিয়া ৮ নম্বর ক্যাম্প ইস্ট, এফসিএন-২৯১২৩৫, ব্লক- বি/৩৮ এর বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম (৩৪) ও একই উপজেলার ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১৩, আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম (৩০)।
আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-১৫ ও ৮ এপিবিএন’র আভিযানিক দল উখিয়া থানাধীন ৮ নম্বর ক্যাম্প ইস্ট ও ১৯ নম্বর ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুষ্কৃতকারী আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। উখিয়া থানায় তদন্তাধীন মামলায় আটককৃত আরসার দুই সদস্যকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই