২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩৯

বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে প্যারিস চুক্তি নিয়ে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে প্যারিস চুক্তি নিয়ে মতবিনিময়

মতবিনিময় সভা

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের হল রুমে উন্নয়ন সংস্থা বাঁধনের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন। অন্যান্যের মধ্যে মতামত তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মেডিকেল অফিসার ডা. মো. নিসাদ রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন প্রমুখ।

এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই মতবিনিময় সভায় বক্তারা বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে ২০১৫ সালে প্যারিসে জলবায়ু চুক্তি সই হলেও ধনী দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলারের সহায়তা অঙ্গীকার করে। ধনীদেশগুলো তাদের অঙ্গীকার বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল পর্যায় থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর