আগামীকাল ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশের অভায়শ্রম হওয়ায় প্রতি বছরের মত এবারও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগের উদ্যোগে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের জন্য সরকারি চাল বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি জেলেদের কাছ থেকে ঋণের কিস্তি গ্রহণ স্থগিত রাখার জন্য এনজিওগুলোকেও চিঠি দেওয়া হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, প্রধানত জাটকা ইলিশ মাছ রক্ষার জন্যই এই দুই মাস অভায়শ্রমে মাছ ধরার উপর নিষোজ্ঞা কার্যকর থাকবে। তবে শুধু জাটকা নয়, একইসাথে অন্যান্য মাছের বাচ্চাও অভায়শ্রমে বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, গত অর্থবছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছিলো ১ লাখ ৭৮ হাজার মেট্রিকটন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন। অভায়শ্রমে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা সফল করা গেলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
বিডি প্রতিদিন/হিমেল