নোয়াখালী জেলার ঐতিহ্যের ধারক নোয়াখালী পাবলিক লাইব্রেরির ৫ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী পাবলিক লাইব্রেরী স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে এটি অবহেলিত হয়ে আছে। ৫ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। মুক্তচর্চা করতে পাবলিক লাইব্রেরি ভূমিকা রাখবে। আমি আশা করছি অচিরেই নোয়াখালী পাবলিক লাইব্রেরি তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে এবং স্কুল কলেজের শিক্ষার্থী পাঠক সমাগম হবে।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা'দ মোহাম্মদ আন্দালিব, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম