মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদক সহ ৮টি পদে জয়লাভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক সহ সমন্বয় আইনজীবী পরিষদ ৭টি পদে জয়লাভ করেছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন মেজবাউল হক মেজবা। তিনি পেয়েছেন ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাদশা পেয়েছেন ২৬৮ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এএফএম নুরতাজ আলম বাহার। তিনি পেয়েছেন ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মো. লৎফর রহমান। তিনি পান ২৫০ ভোট।
নির্বাচন কমিশনার আসাদুজ্জামান খান আসাদ জানান, সকাল ১০টা হইতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫টি পদের বিপরিতে দুইটি প্যানেল থেকে ত্রিশজন প্রার্থী ছিলেন। সাধারণ সম্পাদক পদে একজন ও সাধারণ সদস্য পদে একজন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ৫৮৬ জন ভোটারের মধ্যে ৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে আজ বুধবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেহের উদ্দিন।
বিডি প্রতিদিন/হিমেল