বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন।
সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে এবং জেলা ছাত্র ফেডারেশনের সহসভাপতি হাছিব আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটি সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য ইয়াসমিন সুলতানা, ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির এবং ভাসানী অনুসারী পরিষদের নেতা আবদুল মান্নান।
সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন