স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোসাইন আকন্দ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ মেলায় ৪০টি স্টলে বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে প্রদর্শনী করা হয়েছে।
পরে উপজেলা প্রাণিসম্পদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি কর্মকর্তা ড. জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. যোবায়ের হোসেন বলেন, প্রাণিসম্পদ মেলার মাধ্যমে পশু পালন ও খামারির সংখ্যা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে আমাদের এই মেলার আয়োজন করা হয়। আর এই মেলার মাধ্যমে আমাদের লক্ষ্য দেশের প্রাণি উৎপাদন বৃদ্ধি করা এবং একই সাথে খামারির সংখ্যা বাড়ানো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন