বরিশালে ডিজিটাল বুট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার উজিরপুরের মুন্ডুপাশায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে এই বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
আয়োজক প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, এফএও’র পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট স্পেশালিস্ট ড. ডিলরুবা শারমিন এবং একই প্রতিষ্ঠানের ন্যাশনাল জেন্ডার স্পেশালিস্ট ড. রোকেয়া আক্তার। এ ছাড়া স্থানীয় ৩০ জন সুবিধাভোগী বুট ক্যাম্পে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাদাত হোসেন বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের কারণে ডিজিটাল সেবা সমূহ এখন সহজলভ্য। পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস বিশেষভাবে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করে সেবা নিচ্ছেন। তবে নারীরা অনেক সময় সাইবার ক্রাইমের টার্গেট হন। এ জন্য তাদের সতর্কভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন