বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১২টার দিকে পল্লীমঙ্গল বাজারের ব্যবসায়ী বড়পরি গ্রামের হাবিব বয়াতীর ছেলে সুমন বয়াতিকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করে ধানসাগর গ্রামের জব্বার খানের ছেলে রহমান খান(৩৮)।
স্বজনেরা সুমনকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত সুমন বয়াতীর ভাই রুবেল বয়াতী বলেন, পাওনা টাকা চাওয়ায় সুমনকে দোকান থেকে বের করে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় রহমান খান।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন