অগ্নিঝরা মার্চ মাসের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে শহরের কলেজ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান তোতা, জেলা যুবলীগ নেতা মারুফ আহমেদ শাওন, ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিনহাজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জী প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল