মাগুরা শহরের দোয়ার পাড় সিদ্দিকের মোড়ে আজ বুধবার দুপুর ১২ টার দিকে গাড়ির ধাক্কায় রিপন শেখ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনার ফুলতলা।
নিহতের স্ত্রী লাবলি বেগম ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রিপন শেখ ১২ টার দিকে দোয়ার পাড় এলাকার সিদ্দিকের মোড়ে দোকানে খাদ্যপণ্য ডেলিভারি দেয়ার জন্য কোম্পানীর ভ্যানের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি নাটা গাড়ি এসে ধাক্কা দিলে রিপন শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটি পুলিশ আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর ও এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন