রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বাসুদেব বণিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, র্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা, কর্মচারী ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার। এ সময় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএম