ময়মনসিংহের ফুলপুরে তানজিমুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় ফুলপুর সরকারি কলেজ রোডে মাদরাসাতুস সুফফায় ৫ম আঞ্চলিক পরীক্ষা ২০২২ শিক্ষাবর্ষের কৃতি ছাত্রদের মাঝে ওই পুরস্কার প্রদান করা হয়। তানজিমের অধীনে ১৪টি প্রতিষ্ঠানের ৯৮ জন শিক্ষার্থী এতে অংশ নেন। পরে মেধার ভিত্তিতে ১ম থেকে ৯ম পর্যন্ত ২৪ জন পুরস্কার জিতে নেন।
পুরস্কার বিজয়ী ছাত্রদের মাঝে প্রথম হলেন শেখ ফরিদ, ২য় যৌথভাবে জুনাইদ হাসান ও আরিফ উদ্দিন, ৩য় যৌথভাবে ইলিয়াস শেখ ও খালিদ সাইফুল্লাহ, ৪র্থ যৌথভাবে মো. বিন ইয়ামিন ও আল আমিন, ৫ম জন যথাক্রমে মেহেদী হাসান, মোশাররফ, আব্দুল মোতালেব, মেহেদী হাসান (জনি) ও নাফিজ হাসান, ৬ষ্ঠ শামীম, ৭ম যৌথভাবে শাহজাহান ও আবু রায়হান, ৮ম ৫ জন যথাক্রমে নাহিদুর রহমান নাহিদ, মুশফিকুর রহমান ইয়াসিন ও শামীম আহমদ, ৯ম ৪ জন যথাক্রমে শরীফুল ইসলাম, উবায়দুল্লাহ রানা, ইয়াসিন ও শুয়াইব খান।
তানজিমুল হুফফাজ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ এরশাদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল হকের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়া মাদরাসার মজলিসে শুরার সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান, শায়খে বালিয়ার খলীফা মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মেরাজুল হক, বালিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রশিদ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতাউল্লাহ ফকির, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতি হিফজুর রহমান, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ হারুনুর রশিদ, হাফেজ ফরিদ আহমাদ, হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুহিব্বুল্লাহ রুশাইদ, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।