ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসফিয়া আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মাজেদা হাসান গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের দুলাল তালুকদারের মেয়ে স্থানীয় রোকেয়া বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার মোটরসাইকেলে চড়ে বাজারের দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌছালে দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যায় তাসফিয়া আক্তার।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, স্কুলছাত্রী তাসফিয়াকে হাসপাতালে নেবার পর সেখানে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম