১ মার্চ, ২০২৩ ১৮:০৬

নেত্রকোনায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নেত্রকোনায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে নানা আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের কুড়পাড় পুলিশ লাইন্সে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ অতিথিরা।

পরে হলরুমে এক আলোচনা সভায় নিহতদের স্বজনদের মাঝে উপহার প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। ৩০টি পরিবারের নিকট উপহার প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, স্থানীয় সরকারে উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান, পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. রোকনুজ্জামান, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশীদ ও লুৎফর রহমানসহ ঊর্ধ্বতনরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর