কুমিল্লার মুরাদনগরে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (০১ মার্চ) রাত ৮টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের মো. রিয়াজুল (২২) ও চাঁদপুর জেলার কচুয়ার মোশাররফ হোসেন (২৩)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মরদেহ দুইটি মোটরসাইকেলের ওপর পড়ে ছিল। তাদের শরীর থেতলানো ছিল না। আমাদের ধারণা, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা নিহত হয়েছেন।
তিনি আরও জানান, কোনো গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ