‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন অর রশীদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেক ও প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, সরকারের সকল সেবা পেতে নির্দিষ্ট সময়ে আইন মেনে ভোটার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন