‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
আজ বৃহস্পতিবার বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন খাগাছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জামন।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা নির্বাচন অফিস। র্যালিতে অংশ নেয় খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন অফিসের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভায় সমবেত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাঈদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। বক্তারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ভোটারযোগ্য নাগরিকের অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। তাই ভোটার হওয়ার অধিকার একটি নাগরিক অধিকার, সর্বজনীন অধিকার। ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন।
বিডি প্রতিদিন/নাজমুল