‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে পালিত হচ্ছে এই দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হইতে একটি বর্ণাঢ্য র্যালির বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এএম শামসুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।
পরে আলোচনা সভায় নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/কালাম