ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্র ধর, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন