“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস শোভাযাত্রার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
পরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং তা শহরের মোক্তারপাড়া ব্রিজ পর্যন্ত প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার ইদি আমীনসহ জেলা উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কালাম