জাতীয় ভোটার দিবস উপলক্ষে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার, সুজনের জেলা শাখার সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস আক্তার পরাগ, কামরুদ্দিন রেজা, প্রচার সম্পাদক আকরাম হোসেন, দফতর সম্পাদক হাসান সিকদার, কৃষক নেতা নজরুল ইসলামসহ অন্যরা।
সভায় বক্তারা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য চাই রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নির্বাচন কমিশনের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/কালাম