কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. দেলোয়ার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (০১ মার্চ) রাতে র্যাব টেকনাফ থানাধীন হৃীলা ইউপিস্থ চৌধুরীপাড়াগামী রাস্তার মুখে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পূর্ব পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। অভিযানে এক যুবককে আটক করে। আটক যুবকের দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ