২ মার্চ, ২০২৩ ১৬:১৮

নোয়াখালীতে সিএনজি বন্ধ রেখে ধর্মঘট, এমপির হস্তক্ষেপে প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সিএনজি বন্ধ রেখে ধর্মঘট, এমপির হস্তক্ষেপে প্রত্যাহার

নোয়াখালীতে রেজিস্ট্রেশনের নামে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদ ও রেজিস্ট্রেশন পাওয়ার দাবিতে সিএনজি বন্ধ রেখে ধর্মঘট পালন করে চালকরা। 

বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা শহর মাইজদী-সোনাপুর-চৌমুহনী সড়কে সিএনজি বন্ধ করে চলে এ ধর্মঘট। 

পরে তারা স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরীর সাথে দেখা করেন এবং এমপির হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন। আগামী ২ মাসের মধ্যে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য এমপি নির্দেশ দিয়েছেন বলে জানান তারা।

জেলা ট্রাফিক ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, তাদেরকে কোন হয়রানি করা হচ্ছে না। যাদের গাড়ির লাইসেন্স নেই তাদের গাড়ি গুলো আটক করেছে পুলিশ। 

নোয়াখালী বিআরটিএ সহকারী পরিচালক ওসমান সারওয়ার আলম জানান, জেলায় প্রায় ১৩ হাজার সিএনজির রেজিস্ট্রেশন রয়েছে এবং দীর্ঘদিন থেকে সিএনজি রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। প্রতি মাসে মোবাইল কোর্টের মাধ্যমে ফিটনেস বিহীন সিএনজি গুলো আটক করা হচ্ছে। রেজিস্ট্রেশনের বিষয়ে সরকারিভাবে কোন সিদ্ধান্ত হয়নি। এজন্য বন্ধ রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর