‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার গাজীপুরের ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। জেলা নির্বাচন অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোমিন মিয়া প্রমুখ।
সভায় জানানো হয়, গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মোট ভোটার ২৬ লাখ ২৭ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ১৬ হাজার ৫২৯ জন, মহিলা ভোটার ১৩ লাখ ১১ হাজার ৬৬ জন এবং হিজড়া ২৬ জন।
বিডি প্রতিদিন/এএ