‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পঞ্চম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া, নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল ফোরকান, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা ১৮ বছর বয়সের উপরের সকল শ্রেণির নাগরিককে ভোটার হওয়ার আহ্বান জানান। দেশের উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার পক্ষে মত দেন তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল