‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান।
বিডি প্রতিদিন/এএ