প্রায় ৩ বছর ধরে বন্ধ থাকা সোনামসজিদ-মোহদিপুর ইমিগ্রেশনের কার্যক্রম আগামী ১২ মার্চ থেকে শুরু হবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ জানান, দীর্ঘ প্রচেষ্টার পর আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার তাকে জানিয়েছেন সোনামসজিদ-মোহদীপুর ইমিগ্রেশন চালু হয়ে গেছে। আগামী ১২ মার্চ শনিবার বিকেলে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার সোনামসজিদ ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এর কার্যক্রম উদ্বোধন করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন