বরগুনা-ঢাকা মহাসড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় চালক ও হেলপারসহ ঘাতক বাসটি গৌরনদী থানা পুলিশ আটক করেছে।
নিহত নজরুল বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা এবং বরগুনা জেলা পুলিশের বিশেষ (এসবি) শাখায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি মো. আলী আহমেদ।
তিনি জানান, দুই দিনের ছুটি শেষে উপ-পরিদর্শক নজরুল ইসলাম মোটর সাইকেলযোগে বরগুনায় কর্মস্থলে ফিরছিলেন। সকাল পৌনে ৯টার দিকে বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ সড়কের মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকা অতিক্রমকালে ঢাকাগামী একটি বাস উপপরিদর্শক নজরুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত নজরুলকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন বরগুনার ওসি।
এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটির চালক মো. রনি (৩০) ও হেলপার মো. শাকিলকে গৌরনদীতে আটক করেছে পুলিশ।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পুলিশের একজন উপপরিদর্শক হত্যার পর একটি বাস ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ঘাতক বাসটি চালক ও হেলপারসহ আটক করা হয়। আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করার কথা জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ