পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলার জনপ্রতিনিধিদের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিয়োদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান ও খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল আজাদ।
উদ্বোধনী খেলায় ডাকুয়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভা ও ১২টি ইউনিয়নসহ মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল