নেত্রকোনায় স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আটপাড়া-মদন-খালিয়াজুরী সড়কের আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মোটরসাইকেল আরোহী আজাহারুল ইসলাম চৌধুরী নান্টু (৪২) ও তার স্ত্রী নাইস আক্তার (৩৮)। তাদের সাথে থাকা ৯ বছরের শিশু কন্যা চৌধুরী ফারিয়া আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দম্পতির বড় সন্তান সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে রাহুল চৌধুরী হাসপাতাল থেকে জানায়, সকাল ৯ টায় তার কোচিং থাকায় আগেই সে শহরের নাগড়া বাসা থেকে বের হয়। বাবা-মা ও ছোট বোন তাদের গ্রামের বাড়ি খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে রওনা দেয়। পথে দুর্ঘটনা ঘটেছে। বাবা-মায়ের সাথে শেষ দেখা হয়েছিল সকালে। বোন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে ভর্তি।
নিহত আজাহারুলের বড় ভাই ফারুক চৌধুরী জানান, খবর পেয়ে তারা আহত ভাই- ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে উদ্ধার করে নেত্রকোনা নিয়ে যায়। সেখানে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন। ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে ময়মনসিংহ রেফার্ড করলে তারা সেখানে নিয়ে যান। সেখানে ভাইয়ের স্ত্রীকেও ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে ভাতিজিকে ওয়ার্ডে ভর্তি রেখে লাশ নিয়ে নেত্রকোনা আসেন।
নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুহুল আমিন জানান, সকালে দুর্ঘটনায় তিনজন রোগী নিয়ে আসে। একজন আসার আগেই মারা যান। অপর দুজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছিল। শিশুটির অবস্থা ভালো থাকলেও তার মাকে মৃত ঘোষণা করে।
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, তারা মোটরসাইকেলে যাচ্ছিল। পথে নেত্রকোনাগামী বাসের সাথে ধাক্কা লাগে। ওসি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
বিডিপ্রতিদিন/কবিরুল