‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যে নাটোরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এর আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল