আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে জিয়াউর রহমান। আর ১৯৯১ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হবার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে খালেদা জিয়া।
বৃহস্পতিবার জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, নির্বাচন এলেই বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম রুশোর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত