৩ মার্চ, ২০২৩ ১২:৪৮

এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করলেই দেশ নিরাপদ: খসরু

অনলাইন ডেস্ক

এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করলেই দেশ নিরাপদ: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। এদের বিতাড়িত করলেই দেশ হবে নিরাপদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়া থেকে আওয়ামী লীগ নেতাদের বিরত থাকার আহ্বান জানান খসরু।  

আমীর খসরু বলেন, সরকারবিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সব নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামলে এই সরকার রেহাই পাবে না।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর