জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে এক দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের উজ্জল হেসেনের মেয়ে।
শিশুটির পরিবার জানায়, মরিয়ম বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। কখন যে পানিতে ডুবে গেছে, তা কেউ বলতে পারেনা। এদিকে দীর্ঘ সময় ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এসময় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন শিশু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ