পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, গৌরম্ভা আশ্রয়ণের পারিবারিক পুষ্টি বাগান সারা দেশের মধ্যে মডেল হতে পারে। এতে একদিকে অকৃষি জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে, অপরদিকে এই বাগানের ফসলের মাধ্যমে উপকারভোগীদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে।
শুক্রবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, ইফনাফ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে উপমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পের ঘর ও প্রতিটি ঘরের সামনের পুষ্টি বাগান পরিদর্শন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল