শিরোনাম
৪ মার্চ, ২০২৩ ১৩:০৫

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী জানান, আজ শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আজিজনগর জিলানী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরীপাড়ার মৃত জানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪) এবং একই ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদুল্লাহ (২৯)। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। হতাহতরা লেগুনার যাত্রী। 

আহত দুইজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ জব্দ করেছে।

পুলিশ পরিদর্শক ইমন আরো জানান, নিহতদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর