৪ মার্চ, ২০২৩ ১৩:১৮

‌‘বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‌‘বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’

বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, মামলা জট কমাতে ইতিমধ্যেই পদক্ষেপ নেয়া হয়েছে। আমাদের বিচারকের যে স্বল্পতা রয়েছে তাও কমিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে সবসময় সুন্দরভাবে সেবা পায়, সে লক্ষ্যে ‘ন্যায়কুঞ্জ’ করা হচ্ছে। এসময় তিনি সেবাপ্রার্থীদের অপেক্ষাকালীন সময়ক্ষেপণের জন্য ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে প্রধান বিচারপতির সাথে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।

জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর