ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, মার্চ মাস হচ্ছে বাংলাদেশের অর্জনের মাস, এই মাসে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে তুলতে হবে। জনসেবায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হতে হবে। শুধু অবকাঠামো নির্মাণই স্মার্টনেস না, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ গড়তে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
রবিবার পাবনার বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বেড়া উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের জন্য নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। উন্নত দেশগুলোও যেখানে করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে তিনি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন।পাবনা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় বেড়ার ভারপ্রাপ্ত বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), বেড়া উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল