৬ মার্চ, ২০২৩ ১৫:০৭

লক্ষ্মীপুরে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫৫ পিস ইয়াবা রাখার দায়ে সোহেল হাওলাদার নামে একজনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার মাসুম হাওলাদারকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সোহেল রায়পুরের চরপক্ষী গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে। আর মাসুম একই এলাকার মিজানুর রহমান হাওলাদারের ছেলে।

মাদক মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ এপ্রিল আসামিরা রায়পুরের উত্তর চরাবাবিল ইউনিয়নের চরপক্ষী গ্রামের একটি কবরস্থানের পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালানো হয়। আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর