পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জয়পুরহাট জেলা প্রশাসন ও পাট অধিদফতরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ। পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম, চেম্বারের পরিচালক এম এ করিম, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, এডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি প্রমুখ।বিডি প্রতিদিন/এএম