চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এএম