ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামে নদীতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হল- মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। এরা ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের দিনমজুর মো. সুমন হোসেনের ছেলে।
নিহত মো. আমানুল্লাহ ও তারভাই মো. আব্দুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিমখানার প্রথম ও দ্বিতিয় শ্রেনীতে লেখাপড়া করত।
স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সকলের অগচরে বাড়ির পাসের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোজাঁখুজি করে। পরে নদীতে ভাষতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষনা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে দাফন করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম