দাদির কুলখানি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি যাওয়ার পথে নোয়াখালীর সুবর্ণচরে ভূঁইয়ার হাট বাজারের পূর্ব পার্শ্বে মাদ্রাসার সামনে থেকে এক গৃহবধূকে সিএনজি উঠিয়ে নিয়ে রাতভর আটক রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সোয়া ৯টায়। মঙ্গলবার ভোরে ভিকটিম কোনো মতে ছুটে বাড়িতে এসে পরিবারের স্বজনদের ঘটনাটি জানায়। পরে বাড়ির লোকজন আহত ভিকটিমকে সিএনজিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি চরজব্বর থানাকে জানানো হয়েছে।
ভিকটিম জানান, স্বামী ও সন্তানদেরকে নিয়ে লক্ষ্মীপুর জেলা শহরে পৌরসভার জজকোর্ট সংলগ্ন ঝুমুর সিনেমা হলের পাশে বসবাস করেন। ভিকটিমের নিজ বাড়ী সুর্বণচর ভূঁইয়ার হাটের পূর্ব পাশে। শনিবার তার দাদি মৃত্যুবরণ করেন। দাদির খুলখানি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লক্ষ্মীপুর থেকে সুবর্ণচরের ভূইয়ার হাটে আসেন। পরে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে সোমবার রাত ৯টায় কয়েকজন যুবক সিএনজি নিয়ে তার গতি রোধ করে এবং তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে ভূইয়ার হাটের পশ্চিমে মুক্তিযোদ্ধা নামক কলোনি এলাকায় একটি ফাঁকা বিল্ডিংয়ে আটকে রাখে ও কুলখানিতে দেওয়ার জন্য সঙ্গে থাকা টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায় এবং জোরপূর্বক ৪ জন বখাটে পালাক্রমে রাতভর ধর্ষণ করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস জানান, ঘটনাটি শুনেছি। মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।