কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ কর্তৃক থানা গেইট মসজিদ মার্কেট মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এ কথা বলেন।
তিনি বলেন, ভাষণ শুনে কোনো জাতি দল-মত নির্বিশেষে জীবনবাজি রেখে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ইতিহাস ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। বিশ্বের ৭টি ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শ্রেষ্ঠ। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতির ঘোষণাটি দেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা। এ ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশের মানুষের গৌরব সম্মান আরেকবার আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আসিব বিন লতিফের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, সদস্য লুৎফর রহমান বাবুল, বরকামতা ইউনিয়ন সভাপতি মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান জিএস মুকুল হোসেন, ভাণী ইউপি চেয়ারম্যান হাজী জালাল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, আল আমিন, ফয়েজ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল