বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে লাখো লাখো জনতার সামনে বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে নিরস্ত্র বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু ঐতিহাসিক এই ভাষণ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
মঙ্গলবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মজিবর রহমান মজনু আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করার পরেও পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের জাল বিস্তার করে। বঙ্গবন্ধু তাদের এই দুরভিসন্ধি ঠিক বুঝতে পেরে এ জাতির অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ৭ মার্চে স্বাধীনতার ঘোষণা করেন। শাসন-শোষণ, নির্যাতন- নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
আলোচনা সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিরীহ মানুষকে সাহসী করে তুলেছে, শক্তি জুগিয়ে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে মাত্র ৯ মাসে একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। ৭ মার্চের ভাষণ আজীবন বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, শাহরিয়ার আদিব ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল-রাজী জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সিমা, মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, রুহুল মমিন তারিক, এস এম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালেকুজ্জামান রাজা, অধ্যক্ষ শামসুল আলম জয়, অধ্যক্ষ আহসানুল হক, রাহুল গাজী, সাইফুল ইসলাম বুলবুল, আবু ওবায়দুল হাসান ববি, আলমগীর হোসেন স্বপন,, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম ও কামরুল মোর্শেদ আপেল, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, বিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, রাশেদুজ্জামান রাজন ও ছাত্রনেতা সজীব সাহা প্রমুখ।
ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচিতে সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আটটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই